
প্রকাশিত: Mon, Jan 1, 2024 12:08 PM
আপডেট: Thu, May 8, 2025 1:51 AM
[১]বছরের শেষ দিনে নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ
সাঈদুর রহমান: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিলো বাংলাদেশ। বৃষ্টি বাঁধায় সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলে, শেষ ম্যাচটি কিউইদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ায়। কিন্তু ভাগ্যলক্ষি টাইগারদের সহায় হলো না। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র করেছে স্বাগতিকরা।
[৩] রোববার মাউন্ট মাউঙ্গানুইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নামলে ৯৫ রানে ১৫ ওভারে হানা দেয় বৃষ্টি। ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে ৭৮ রানের লক্ষ্য পেলে ১৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। এতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছে। চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্যান্টনার। সিরিজ সেরা হয়েছেন শরিফুল ইসলাম।
[৪] স্বল্প রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপযর্য়ে পড়ে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ১ রান করে আউট হলে, দলীয় ৩৮ রানে আউট হলে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।
[৫] কিন্তু অপর প্রান্তে থিতু হন ওপেনার ফিন অ্যালেন। ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর স্যান্টনারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমস নিশান। ১৪ ওভার ৪ বলে ৯৫ রানের পর ম্যাচে হানা দের বেরসিক বৃষ্টি। জেমস নিশান ২৮* এবং স্যান্টানার ১৮ রানে অপরাজিত ছিলেন। পরে খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনের ১৭ রানের জয় পায় নিউজিল্যান্ড।
[৬] এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৪ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। অধিনায়ক শান্ত ১৭ রান করে আউট হলে, ১০ করে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের মাশুল দেন রনি তালুকদার। দলীয় ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
[৭] আফিফকে সঙ্গে নিয়ে রান ইনিংস মেরামতের চেষ্টা করেন তাওহীদ হৃদয়। তবে পিচে থিতু হতে পারেননি কেউই। আফিফ ১৪ রানে আউট হলে, ১৬ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়ও। এরপর শুরু হয় টাইগারদের উইকেট মিছিল।
[৮] মাহেদী হাসান (৪), শামীম হোসেন (৯), শরিফুল ইসলাম (৪), তানভীর ইসলাম (৩) ও রিশাদ হোসেন ১০ রানে আউট হলে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার মিচেল স্যান্টনার। এছাড়াও টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সার্স দুটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
